ইসলামের বিধান শুধু নামাজ রোজা হজ্ব যাকাত ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ নয়।বরং দুনিয়ার প্রত্যেক কাজে ইসলামের এবাদত-বন্দেগি জড়িত রয়েছে। আমাদের খাওয়া-দাওয়া চলাফেরা চাকরি-ব্যবসা ইত্যাদি সবকিছু ইসলামের এবাদত বন্দেগিতে জড়িত যেমন মানুষের বেঁচে থাকার জন্য খাবার ও পানীয় গ্রহণ করা অত্যন্ত অবশ্যক। সব সৃষ্টি বেঁচে থাকার তাগিদে পানি পান করতে হয়। আার এ পানি পানে কিছু ইসলামিক নিয়ম রয়েছে। পানি পানের সময় স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু আমল করতেন।
হাদিসের আলোকে আামল গুলো দেওয়া হলো।
1. পানি পানের শুরুতে বিসমিল্লাহ বলা-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যখন তোমার পানি পান করবে শুরুতে বিসমিল্লাহ বলবে’ (তিরমিজি)
2. সব সময় ডান হাতে পানি পান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন।কখনো খাবার এবং পানীয় বাম হাতে গ্রহণ করবে না।কেননা শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে।’(মুসলিম)
3. সব সময় বসে পানি পান করা হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমে এসেছে,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আগে বসুন এবং পানি পান করুন।
4. ৩ নিঃশ্বাসে পানি পান করা- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন।তোমরা কখনও এক নিশ্বাসে পানি পান করো না।বরং তোমারা দুই বা তিন নিঃশ্বাসে পানি পান করো।
5. পানি পান করার পূর্ব পানি দেখে পানি পান করা। তা না হলে পানিতে জীবাণু থেকে যায়।তাই পানি দেখে পান করা।
6. পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ বলা এবং আল্লাহ তায়ালার ওপর সন্তুষ্টি লাভ করা।আল্লাহ তা’আলা আমাদের সবাইকে আমল গুলো করার তৌফিক দান করুক।(আমিন)।
0 Comments